অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সরকারি দলের হুইপ আতিউর রহমান আতিককে মঙ্গলবার (১৭ এপ্রিল) সকালে জিঙ্গাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।একই অভিযোগে গতকাল সোমবার দুদকে জিঙ্গাসাবাদ করা হয়েছে খুলনা-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মিজানুর রহমানকে।
তবে এখানেই শেষ নয়। জানা গেছে, আওয়ামী লীগের অন্তত ১০০ এমপির তালিকা করেছে দুদক, যেখানে ডাকসাইটে কয়েকজন মন্ত্রীও আছেন। পর্যায়ক্রমে এমপি-মন্ত্রীদের জিঙ্গাসাবাদ করবে দুদক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা দিয়েছেন, যেই দুর্নীতিবাজ হবে তাঁকে কোনো ছাড় দেওয়া হবে না। আর প্রধানমন্ত্রীর এই নির্দেশেই পরিপ্রেক্ষিতে দুর্নীতি ও অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ আছে এমন এমপি-মন্ত্রীদের জিঙ্গাসাবাদ করে চলেছে দুদক।