চট্টগ্রাম শহরে উবার এক্স, হায়ার এবং মটো সার্ভিস নিয়ে যাত্রা শুরু করছে স্মার্টফোনভিত্তিক পরিবহণ সেবার অ্যাপ উবার। এর মাধ্যমে বাংলাদেশের ২য় শহর হিসেবে উবারের সার্ভিস পেতে যাচ্ছে চট্টগ্রাম। বৃহস্পতিবার বেঞ্চমার্ক থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
উবারের রিজিওনাল জেনারেল ম্যানেজার প্রোভজোৎ সিং বলেন, “ঢাকায় যাত্রা শুরু করার পর থেকেই যাত্রী এবং চালকরা আমাদের সাদরে গ্রহণ করে নিয়েছেন। সবার এতো ভালোবাসা পেয়েছি যে চট্টগ্রামে যাত্রা শুরু করার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করেছি।
চট্টগ্রামবাসীদের যাতায়াত ব্যবস্থা স্বাচ্ছন্দ্যপূর্ণ করা এবং চালকদের উপার্জনের সুযোগ করে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বাংলাদেশ উবারের অন্যতম দ্রুত বর্ধনশীল মার্কেটগুলোর মধ্যে একটি। নতুন এই শহরে উবারের কার্যক্রম ও ভবিষ্যৎনিয়ে আমরা অত্যন্ত উৎসুক এবং আশাবাদী।
আমরা আশাবাদী উবার শীঘ্রই তাদের যাত্রা পর্যটন নগরী সিলেটে শুরু করবে।
চট্টগ্রামবাসীদের যাতায়াত ব্যবস্থা স্বাচ্ছন্দ্যপূর্ণ করা এবং চালকদের উপার্জনের সুযোগ করে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বাংলাদেশ উবারের অন্যতম দ্রুত বর্ধনশীল মার্কেটগুলোর মধ্যে একটি। নতুন এই শহরে উবারের কার্যক্রম ও ভবিষ্যৎনিয়ে আমরা অত্যন্ত উৎসুক এবং আশাবাদী।
আমরা আশাবাদী উবার শীঘ্রই তাদের যাত্রা পর্যটন নগরী সিলেটে শুরু করবে।