মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনের ১১টি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১ টার দিকে সাতগাঁও স্টেশনের পাশে এই দুর্ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দীকি জানান, এ ট্রেনে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান ছিলেন।
এদিকে সিলেট থেকে ছেড়ে আসা শমসেরনগর স্টেশনে আটকা পড়েছে জালালাবাদ এক্সপ্রেস, ঢাকা থেকে ছেড়ে আসা ইপবন ও উদয়ন আটকা পগড়ছে হেবিগঞ্জের শায়েন্তাগঞ্জ স্টেশনে।
শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশনের সহকারী মাষ্টার শাখাওয়াত জানান ট্রেনের পুলিং রড ভেঙ্গে লাইনের পয়েন্ট এন্ড ক্রসিংএর কয়েকটি ব্লকের মধ্যে পড়ে ব্লক ভেঙ্গে ট্রেনের ১১টি বগি লাইন চ্যত হয়ে পড়ে। এসময় রেলের বগি গুলো রেল সড়কের পাথরে আটকে যায়। এ সময় রেল লাইন দুমরে মুছড়ে যায় এবং কাটের স্লিপার গুলো ভেঙ্গে চুরমার হয়ে পড়ে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল বলেন, ট্রেনটি লাইনচ্যুত হওয়ার তাৎক্ষণিকভাবে অর্থ প্রতিমন্ত্রীকে একটি প্রাইভেট গাড়িতে করে ঢাকায় পাঠানো হয়েছে। অর্থপ্রতিমন্ত্রীর বগি ও তার পরের বগিসহ দুটি বগি ছাড়া বাকিগুলো লাইনচ্যুত হয়েছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে দুর্ঘটনাস্থলে পুলিশের চারটি টিম মোতায়েন করা হয়েছে।