জৈন্তাপুরে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। শনিবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৬টায় জৈন্তাপুরের দরবস্ত বাজারে এ ঘটনাটি ঘটেছে। জৈন্তাপুর থানার ওসি খান মো. মাইনুল জাকির এ খবর নিশ্চিত করেছেন।
নিহতরা হলো মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউরা গ্রামের তপন তালুকদারের স্ত্রী শুল্কা রানী (২০), তার মেয়ে শিশু ইতপা রানী ও শাশুড়ি অমকা রানী (৫৫)।
জৈন্তাপুর থানার ওসি জানান, নিহতদের লাশ পুলিশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতদের পরিবারের স্বজনদেরকেও খবর দেওয়া হয়েছে। নিহতরা একই পরিবারের। সিলেটে তারা এসেছিলেন তাদের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে। বাড়ি ফেরার পথে এ ঘটনাটি ঘটে।
ওসি জানান, বিদ্যুতের খাম্বা বোঝাই ট্রাকের সঙ্গে জৈন্তাপুরগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা নিহত হন।