মহান বিজয় দিবসে দেশমাতৃকার জন্য অকাতরে জীবনদানকারী জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে সিলেটের ব্যতিক্রমধর্মী ও অরাজনৈতিক সামাজিক সংগঠন ইউনিটি সোশ্যাল অর্গানাইজেশন-ইউএসও!
এতে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান জুনেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ সুয়েজ আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক এইচ.আর লিটন, সাহিত্য,ক্রীড়া ও বিনোদন সম্পাদক শেখ রাসেল,তথ্য,প্রযুক্তি ও গবেষণা সম্পাদক মতিউর রহমান প্রমুখ।
এ সময় জুতা পায়ে শহীদ মিনারে না উঠার জন্য শ্রদ্ধা নিবেদনে উপস্থিত সকল সামাজিক,রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতি ইউএসও চেয়ারম্যান জুনেদুর রহমান উদাত্ত আহবান জানিয়েছেন।