স্টাফ রিপোর্টঃ সিলেটে খায়রুন হত্যা মামলার প্রধান আসামি লিয়াকত আলীকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার লিয়াকত সিলেট দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের ধরমপুর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।
মহানগরীর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আনোয়ারুল হোসাইন বলেন, এরআগে গত
সোমবার এ মামলায় তিন সহোদরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- আনোয়ার আলী, তার ভাই আকরম ও আজমল আলী। এ নিয়ে এ মামলায় মোট চারজনকে গ্রেফতার করে পুলিশ।
গত ২৮ সেপ্টেম্বর রাতে জমিজমা সংক্রান্ত
মামলার জের ধরে লিয়াকত আলী গংদের হামলায় বৃদ্ধা খয়রুল নেছা (৭৫) আহত হন।
তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ৩০
সেপ্টেম্বর বিকেলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় নিহতের ছেলে আব্দুর রহমান বাদী
হয়ে লিয়াকত আলীসহ ৬ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করে
মোগলাবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।