সিলেট সিক্সার্স সাপোর্টার ফোরামের কমিটি গঠন সম্পন্ন
স্টাফ রিপোর্টঃ ‘”লাগলে বাড়ি,…বাউন্ডারি” এই স্লোগান নিয়ে উৎসব মুখর
পরিবেশের মধ্য দিয়ে সিলেট সিক্সার্সের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে গত
কিছু দিন আগে। বিপিএল-এ সিলেট ফেরার পাশাপাশি এবার নিজ ভেন্যুতে বসে খেলা
উপভোগ করবেন ক্রীড়া পাগল সিলেটি দর্শকরা। গত ২৯ সেপ্টেম্বর
রাশেদুজ্জামান রাশেদ এর সভাপতিত্বে স্থানীয় এক হোটেলে ২০০ জনের ও বেশি
সদস্য নিয়ে সিলেট সিক্সার্স সাপোর্টার ফোরামের কমিটি গঠন করা হয় । এতে
রয়েছেন ১৫ জন কার্যনির্বাহী কমিটির সদস্য। সভাপতিঃ মোঃরাশেদুজ্জামান রাশেদ,
সিনিয়র সহ সভাপতিঃ এস রহমান সায়েফ, সহ – সভাপতিঃ বাংলার পথ শিশু খ্যাত শাহ
মাছুম ফারুকী, সাধারন সম্পাদক মো: ফখরুল হাসান ইমন, যুগ্ন সাধারণ সম্পাদকঃ
মিয়া মো : রুস্তম মাসুদ, যুগ্ন সাধারন সম্পাদকঃ রবিউল ইসলাম সানী,
সাংগঠনিক সম্পাদকঃ মোঃ রাসেল মিয়া, সহ- সাংগঠনিক সম্পাদকঃ উবায়দুর রহমান,
অর্থ সম্পাদকঃএবি সাকু, প্রচার সম্পাদকঃ রুহুল আমীন কমল, কার্যনির্বাহী
সদস্য – আলী হোসেন, তানবীর হাসান রাহীন, তামীম আহমেদ,মোতাহার হোসেন
সেবুল,আবু খালেদ আনাস প্রমুখ। বিপিএল-এ নতুন মাত্রা সিলেট সিক্সার্স ইতিহাস
সৃষ্টির নতুন অঙ্গীকার নিয়ে এবার বিপিএল এ যোগ দিচ্ছে ‘সিলেট সিক্সার্স’।
এবার সিলেট বিভাগ থেকে প্রথমবারের মত বিপিএল- এ আসছে সিলেটি পৃষ্ঠপোষকতায় ও
ব্যবস্থাপনায় সংগঠিত দল ‘সিলেট সিক্সার্স’। সিলেটের গৌরব ও কৃতি সন্তান
মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত দলটির প্রধান পৃষ্ঠপোষক এবং
চেয়ারম্যান হিসেবে ফ্রেঞ্চাইজির নেতৃত্ব দিচ্ছেন সিলেটেরই স্বনামধন্য
সমাজসেবক ও স্থপতি সাহেদ মুহিত। দলের চেয়ারম্যান শাহেদ মুহিত বলেন- সিলেট
বিভাগের অধিবাসীদের খেলার সাথে সম্পৃক্ত করা এবং ভালো খেলা উপহার দেয়াই
‘সিলেট সিক্সার্স’র প্রধান উদ্দেশ্য। তিনি আরো বলেন- ছাত্র এবং যুবকদেরকে
খেলাধুলার সাথে সম্পৃক্ত করে তাদেরকে সুস্থ কর্মকান্ডে নিয়োজিত রাখতে
খেলাধুলার কোন বিকল্প নেই। এই প্রথমবারের মত সিলেটবাসী তাদের নিজ
স্টেডিয়ামে বিপিএল’র খেলা উপভোগ করতে পারবে। নভেম্বর এর ৩ তারিখ থেকে
বিপিএল’র প্রথম পর্বের খেলাগুলো সিলেটে অনুষ্ঠিত হবে। সিলেট সিক্সার্স
সাপোর্টার ফোরামের প্রচারণা আর উৎসাহের মধ্য দিয়ে মাঠ কাপাবে সিলেট
সিক্সার্স এর ১১ খেলোয়ার। গ্যালারী ভর্তি উৎসুক দর্শক থাকবে সিলেটের পক্ষে
প্রথম বার নিজেদের মাটিতে নতুন পরিচয়ে জয় লাভ করবে ইনশাআল্লাহ সিলেট
সিক্সার্স এমনটাই প্রত্যাশা করেন সিলেট সিক্সার্স ফোরাম।