স্টাফ রিপোর্টঃ চার দফা দাবিতে সোমবার (১১ সেপ্টেম্বর) থেকে জকিগঞ্জ উপজেলায়
অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন শ্রমিকরা। সিলেট জেলা সড়ক
পরিহবহন শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘটের ডাক দিয়েছে বলে জানিয়েছেন জকিগঞ্জ
উপজেলা পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সিরাজ উদ্দিন। তিনি বলেন, পরিবহন
শ্রমিক ঐক্য পরিষদের পূর্ব নির্ধারিত চার দফা দাবি বাস্তবায়ন না হওয়ায়
সোমবার সকাল ৬টা থেকে জকিগঞ্জ উপজেলার সব ক'টি সড়কে কোনো ধরনের বৈধ পরিবহন
চলবে না। শ্রমিকদের চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার জকিগঞ্জ
শহরের এম এ হক চত্ত্বরে আয়োজিত শ্রমিক সমাবেশে সিলেট জেলা সড়ক পরিবহন
শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সেলিম আহমদ (ফলিক মিয়া) এ
ঘোষণা দেন।
এর আগে গত ২৮শে আগস্ট এসকল দাবি ১০ সেপ্টেম্বরের ভিতরে বাস্তবায়নের জন্য সিলেটের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এসব সমস্যা সমাধানের কোনো উদ্যোগ না নেওয়ায় বাধ্য হয়ে ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন শ্রমিকরা। শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে, জকিগঞ্জ উপজেলায় অবৈধ অটোবাইক, টমটম, ব্যাটারি চালিত রিক্সা দ্বারা যাত্রী পরিবহন ও অবৈধ ট্রলি দ্বারা মালামাল পরিবহন বন্ধ করা, জকিগঞ্জ উপজেলার সকল রাস্তা অবিলম্বে সংস্কার করা ও জকিগঞ্জ উপজেলায় পুলিশী হয়রানি বন্ধ করা।
এর আগে গত ২৮শে আগস্ট এসকল দাবি ১০ সেপ্টেম্বরের ভিতরে বাস্তবায়নের জন্য সিলেটের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এসব সমস্যা সমাধানের কোনো উদ্যোগ না নেওয়ায় বাধ্য হয়ে ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন শ্রমিকরা। শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে, জকিগঞ্জ উপজেলায় অবৈধ অটোবাইক, টমটম, ব্যাটারি চালিত রিক্সা দ্বারা যাত্রী পরিবহন ও অবৈধ ট্রলি দ্বারা মালামাল পরিবহন বন্ধ করা, জকিগঞ্জ উপজেলার সকল রাস্তা অবিলম্বে সংস্কার করা ও জকিগঞ্জ উপজেলায় পুলিশী হয়রানি বন্ধ করা।