
সমুদ্র সৈকতের উদ্দেশ্যে ভ্রমণ চলাকালে সদস্যরা গান, কৌতুক, ছড়া গান , কবিতা আবৃত্তি করে সকলকে উৎফুল্ল করে রাখেন। প্রায় ২ ঘন্টা পর গন্তব্যে পৌঁছে শুরু হয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, খাবার দাবার ও ফটো সেশন। সংগঠনের অর্ধ শতাধিক কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যগণ আনন্দময় এই অনুষ্ঠানমালায় অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন এসোসিয়েশনের সভাপতি জনাব ডমিনিক যোষেফ কস্তা, সাধারন সম্পাদক মার্ক রায়, উপদেষ্টা জেরম বুলবুল গমেজ,ক্যান্টন কস্তা, শম্পা রোজারিও, ভিক্টর শেখর রোজারিও, চার্লস ডিকেন বিশ্বাস, প্রশান্ত ক্রুশ, বিনয় লিনু্জ গমেজ, গমেজ প্রিন্স আগুস্তিন, সনি কোস্তা, লিওনার্দো রোজারিও সহ অন্যরা।
বক্তারা উল্লেখ করেন, নিজের মাঝে আন্তরিকতা বৃদ্ধির জন্য এ ধরনের সামাজিক অনুষ্ঠান আরও বেশী করা উচিত। অনুষ্ঠানে লটারীর ড্র এবং বিভিন্ন প্রতিযোগীতামূলক খেলাধুলা ও পুরস্কার বিতারণ করা হয়।
পরিশেষে সভাপতি জনাব ডমিনিক যোষেফ কস্তা সকলের মঙ্গল ও ভ্রাতৃত্ব বন্ধন দৃঢ় করার এই ধরনের আয়োজন ও সুযোগ সৃষ্টি করার জন্য তিনি এসোসিয়েশনের সকল সদস্য ,সদস্যা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।