স্টাফ রিপোর্টঃ সিলেট শিশু ক্লিনিক ও জালালাবাদ কলেজ ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। পুলিশের ভিডিও ফুটেজ সংগ্রহকে কেন্দ্র করে হাসপাতালে হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. ইলিয়াছ।
তিনি বলেন, রাতে সাড়ে ৮টার দিকে একদল দুর্বৃত্ত এসে আমাদের হাসপাতালে ব্যাপক ভাঙচুর করে। আমাদের ক্যাশ বাক্স থেকে
নগদ টাকা সহ একটি কম্পিউটারও নিয়ে যায়। এমনিক আমাদের হাসপাতালে স্থাপিত
সবকটি ক্লোজ সার্কিট ক্যামেরাও তারা ভেঙে ফেলেছে। ক্ষয়ক্ষতির পরিমান হিসাব করে কোনো লাভ নেই
উল্লেখ করে তিনি বলেন, আমরা ক্ষয়ক্ষতির পরিমান হিসাব করে কি করব। আমরা
আইনি কোনো প্রক্রিয়াতে যাবনা। যা করার তা পুলিশ করবে। আমরাতো পুলিশকে ফুটেজ
না দিয়ে পারবোনা। তাদেরকে সাহায্য করেছি মাত্র। এর কারনেই আমাদের উপর
হামলা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট
মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গৌসুল হোসেন
বলেন, আমরা খবর পেয়েছি কয়েকজন এসে হাসপাতলে ভাংচুর করেছে।
হাসপাতালের বিভিন্ন কম্পিউটারসহ সকল সিসি ক্যামেরাও ভেঙ্গে ফেলেছে।
এদিকে ভাংচুরের পর সোবহানীঘাট-হুমায়ুন
চত্তর সড়কে প্রায় আধা ঘন্টা সড়ক অবরোধ করে রাখে ভাংচুরকারীরা। এসময় তীব্র
যানজটের সৃষ্টি হয়। স্থানীয়রা অভিযোগ করেছেন ভাংচুরকারীরা ছাত্রলীগের
রাজনীতির সাথে জড়িত। সোবহানীঘাটন্থ জালালাবাদ কলেজেও ভাংচুর হয়েছে বলে জানা
যায়।
উল্লেখ্য, সোমবার(৭আগস্ট) দুপুরে
সোবহানীঘাটস্থ জালালাবাদ কলেজের সামনে অজ্ঞাত দূর্বৃত্তরা দুই ছাত্রলীগ
কর্মীকে কুপিয়ে আহত করে। এ ঘটনার তদন্তে কোতোয়ালী থানা পুলিশ সিলেট শিশু
ক্লিনিকের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে।