
প্রত্যক্ষদর্শীরা জানান, এমরান হোসেন মোটরসাইকেলযোগে মঙ্গলবার দুপুরে বৈদ্যের বাজার এলাকায় যাচ্ছিলেন। এ সময় বালুবোঝাই একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এমরানের ব্যাচ নং ৮০৬।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (সদর) মো. নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।