
ইউএসও চেয়ারম্যান জুনেদুর রহমান এর সভাপতিত্বে এবং মহাসচিব আবুল কালাম শিপলু ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এর যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি ও উদ্ভোধক হিসেবে পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল মন্নান বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ইউএসও'র এ উদ্যোগ নিশ্চয়ই প্রশংসার দাবীদার। আমি ইউএসও'র উত্তরোত্তর সফলতা কামনা করছি।
দি লাইট হাউজ স্কুল এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ আব্দুল হামিদ বলেন,বৃক্ষরোপণে ইউএসও'র ব্যতিক্রমধর্মী এ উদ্যোগকে আমি স্বাগত জানাই। ইউএসও'র সাথে সংশ্লিষ্ট সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি!এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের শিক্ষা বিষয়ক সম্পাদক এইচ.আর লিটন,সিনিয়র সদস্য ও সাবেক ভাইস-চেয়ারম্যান এনামুল হক,সাহিত্য,ক্রীড়া ও বিনোদন বিষয়ক সম্পাদক শেখ রাসেল ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ইসমাঈল আহমেদ প্রমুখ।
অন্যদিকে,শহরে বৃক্ষরোপণের গুরুত্ব উল্লেখ করে সংগঠনের নীতি নির্ধারকরা বলেন, শুধু সরকারী বা বেসরকারী প্রতিষ্ঠানই নয়,শহরের বাসা-বাড়ির খালি জায়গায় ও গৃহকর্তার অনুমতি সাপেক্ষে বৃক্ষরোপণ করছে ইউএসও!