
বিপিএলে সিলেট ভেন্যু করা নিয়ে বেশ কয়েক দিন থেকেই আলোচনা হচ্ছে। আবাসিক ‘জঠীলতায়’ শেষ পর্যন্ত ভেন্যুর দৌড়ে সিলেট টিকবে কিনা তা নিয়ে দেখা দিয়ে ছিলো শঙ্কা। কারণ এক সঙ্গে একাধিক দল সিলেটে থাকার জন্য ভালো মানের তেমন হোটেল নেই।
তবে ‘আবাসন’ সমস্যাকে গুরুত্ব দিচ্ছেন না আয়োজকরা। প্রয়োজনে অল্প পরিসরে হলেও এবারের বিপিএলকে সিলেটে নিয়ে আসতে চান তারা। সম্প্রতি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ঘুরেও গেছেন বিসিবির পর্যবেক্ষকরা।
এদিকে বিপিএল আয়োজনের জন্য সব প্রস্তুুতি সম্পন্ন করেছে সিলেট। উন্নত মানের আউট ফিল্ডের পাশাপাশি বেড়েছে আসন সংখ্যাও। প্রায় ১৯ হাজারের মত দর্শক মাঠে বসে খেলা উপভোগ করতে পারবেন।
সিলেট বিভাগীয় ক্রিকেট কমিটির সম্পাদক ফরহাদ কোরেশী বলেন, বিপিএলের জন্য সম্পূর্ণ প্রস্তুুত সিলেট। আসন সংখ্যা বাড়ায় ১৮ থেকে ১৯ হাজার দর্শক মাঠে এসে খেলা দেখতে পারবেন জানিয়ে এই ক্রীড়া সংগঠক বলেন, কিছু কিছু সীমাবদ্ধতা আছে। গ্রীণ গ্যালারী সুরক্ষা ও নিরাপত্তার জন্য সেখানে বেশি দর্শককে প্রবেশ করতে দেওয়া হয়তো যাবে না। তবে আগের চেয়ে বেশি দর্শক মাঠে বসে খেলা দেখবেন।