স্টাফ রিপোর্ট: তিনটি প্রাইভেট কারসহ তিন গাড়ি চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) -৯, সিপিসি-৩ আভিযানিক দল রোবার হবিগঞ্জের ধুলিয়াখাল বাজার এলাকা থেকে তিন কারসহ তিন সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত তিন সদস্যরা হলেন, হবিগঞ্জের শায়েস্তগঞ্জের কদমতলি গ্রামের মৃত আঃ হাফিজের পুত্র মো. দিলোয়ার হোসেন ওরফে দিলু (২৮), হবিগঞ্জ সদরের ধুলিয়াখাল গ্রামের মৃত ছুরত আলীর পুত্র মো. শাহীন আলী (৩৫) ও হবিগঞ্জ সদরের মৃত দরবেশ আলীর পুত্র মো. মুজাহিদুল ইসলাম (৩০)। র্যাব জানায় গ্রেফতারকৃতরা দীর্ঘদিন থেকে বিভিন্ন স্থান থেকে গাড়ি চুরি করে ক্রয়-বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত প্রথম আসামীর বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে। উদ্ধার করা গাড়ি ও আসামীদের হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।