দক্ষিণ সুরমায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
আজকাল ডেস্কঃ দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকায় অভিযান চালিয়ে বিপুল
পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯ এর একটি দল। গত শনিবার
রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় প্রায় সাড়ে ৬ লাখ
টাকা মূল্যের ১ হাজার ৫৮৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।আটককৃতরা হচ্ছে- দক্ষিণ
সুরমার ভার্থখলা গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে রুমন মিয়া ও একই থানার ধরাধরপুর
গ্রামের মৃত মোজাহেদ আলীর ছেলে শাহিনুজ্জামান শাহিন।
গতকাল রোববার বিকেলে র্যাব-৯ এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারী
পরিচালক মাঈন উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য
জানানো হয়েছে। আটককৃত দুজনকে মাদকসহ দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে