
যদিও এ সড়কের জন্য ইতোমধ্যে ১৭৩ কোটি টাকার প্রকল্প বরাদ্ধ হয়েছে।দীর্ঘদিন থেকে এ সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসছেন সর্বস্থরের মানুষ। বেশ ক’দিন আগে ধর্মঘট আহ্বান করেছিল সড়ক পরিবহন শ্রমিক মালিক সমিতি। অবশেষে কিছুটা সড়কের মেরামত করে সড়ক ও জনপথ বিভাগ।কিন্তু বর্তমানে কিছু কিছু স্থানে গর্ত থাকায় যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে।
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের এসও আতাউর
রহমান বলেন, সড়কের যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে, সেটি আমরা অবগত আছি। উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ করে যত তাড়াতাড়ি
সম্ভব সেই গর্ত গুলো আপাতত ভরাট করা হবে। আর মূল কাজ শুরু হলে এসব সমস্যার সমাধান
হবে বলে তিনি আশা প্রকাশ করেন।