
আমি বলেছি, ক্ষতিগ্রস্ত কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় আনতে হবে। বিনামূল্যে বীজ-সার আমার জেলার কৃষকদের জন্য ব্যবস্থা করতে হবে। এক ফসলি এলাকা আমাদের জেলা, কৃষকরা এই ফসল ঘরে তুলতে না পারলে তাঁদের জীবন-জীবিকার অন্য কোন অবলম্বন নেই।’ আমি বলেছি, ‘ভবিষ্যৎ অর্থাৎ আগামী বছরে আগে থেকেই আমাদের সাবধান হতে হবে। বিশেষ করে হাওর রক্ষা বাঁধ, নদী খনন এসব বিষয় নিয়ে আগেই ভাবতে হবে।