
বেনজির আহমেদ বলেন, পহেলা বৈশাখে নাশকতামূলক ঘটনা ঠেকাতে সব ধরনের নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। জনগণকেও সতর্কতা অবলম্বন করতে হবে।
শনিবার দুপুরে শিববাড়ি জঙ্গি আস্তানা
আতিয়া মহল পরিদর্শনে যান র্যাব মহাপরিচালক । জঙ্গিবিরোধী সেনাবাহিনীর ‘অপারেশন
টোয়াইলাইট’ শেষ হওয়ার পর ৩ এপ্রিল থেকে এ ভবনে থাকা বিস্ফোরক নিষ্ক্রিয়
করতে ‘ক্লিয়ার আতিয়া মহল’ পরিচালনা করছে র্যাবের বম্ব
ডিসপোজাল ও ডগ স্কোয়াড ইউনিট।
শনিবার দুপুরে আতিয়া মহল এলাকা
পরিদর্শন করেন বেনজীর আহমদ। এর পর আতিয়া মহলের পাশে বোমা বিস্ফোরণে আহতদের দেখতে
ওসমানী হাসপাতালে যান তিনি।
বিকালে র্যাব-৯-এর নবনির্মিত কার্যালয়
র্যাব কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশেষায়িত এ বাহিনীর প্রধান বলেন, এখন
পর্যন্ত আতিয়া মহলের তৃতীয় তলা পরিষ্কার
করা সম্ভব হয়েছে। এ পর্যন্ত ধ্বংস করা
হয়েছে নয়টি বিস্ফোরক।
তিনি আরো বলেন, জঙ্গিরা
পুরো ভবনের বিভিন্ন স্থানে বিস্ফোরক বসিয়েছিল। সিঁড়িতে তারের মাধ্যমে সিরিজ বোমা
রেখেছিল। এছাড়া বোমা বানানোর সার্কিটসহ বিভিন্ন ধ্বংসাত্মক সরঞ্জামাদি এ ভবনে
পাওয়া গেছে।পুরো ভবনটি বিস্ফোরকমুক্ত করতে আরো
কিছু সময় লাগবে জানিয়ে তিনি বলেন, বিস্ফোরকমুক্ত করার পর ভবনটি
পুলিশকে বুঝিয়ে দেয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন র্যাবের
অতিরিক্ত মহাপরিচালক কর্নেল আনোয়ার হোসেন, র্যাব-৯-এর কমান্ডিং অফিসার
লে. কর্নেল আবু হায়দার আজাদ আহমদ এবং গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল মুফতি
মাহমুদ খান।