আহমেদ ইমরান:জামেয়া মুক্তির গাঁও থেকে ২০১৬ সালে পাঠাভ্যাস উন্নয় কর্মসূচি চুড়ান্ত পরীক্ষায় অংশগ্রহন করে১৭জন ছাত্র/ছাত্রী কে পুরস্কারের জন্য নির্বাচিকরে সেকায়েপ।আজ বৃহস্পতি বার জামেয়ার হল রুমে অধ্যক্ষ জনাব মাও মখছছুর রহমান সাহেবের সভাপতিত্বে ও উক্ত প্রতিষ্টানের সেকায়েপের সংঘঠক মাও.ফখরুদ্দীনের সঞ্চালনায় অনুষ্টানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী সোসাইটি UK সেক্রেটারী মাও সালেহ আহমদ।
আরো উপস্থিত ছিলেন জামেয়ার শিক্ষক জনাব আজিজুল হক,জনাব মাও.বদরুল আলম,জনাব ফজলুল হক,জনাব মাও.রহুল আমীন, জনাব মাও রবিউল ইসলাম,জনাব ইমাম উদ্দীন সহ প্রমূখ।
অনুষ্টান শেষে ছাত্র/ছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান মেহমান মাও সালেহ আহমদ।এর আগে তিনি ছাত্র/ছাত্রীদের উদ্দ্যেশ্য দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।পুরস্কার প্রাপ্ত ছাত্র/ছাত্রীরা হল:মহবুবা,খাদিজা,আফসার,তামান্না,মিজান,সুমেনা,রিনা,সুমাইয়া,ফারজানা,জাহানারা,হুমায়ূন,আজিজুর,ফাহমিদা তাসনিম,হাফছা,রাজিয়া,দিলোয়ার,রবিউল ইসলাম।