হাওরে মাছ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার
নিউজ ডেস্কঃ সুনামগঞ্জে হাওর এলাকায় মাছ ধরা ও খাওয়ার ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা
হয়েছে। সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম এই তথ্য জানান।বিশেষজ্ঞদের বরাত দিয়ে রফিকুল ইসলাম বলেন, পরিস্থিতির উন্নতি হয়েছে। এখন মাছ খেলে সমস্যা হবে না।তিনি বলেন, আমরা
বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি। হাওরে পানিদূষণ কমেছে। মাছ মরছে না। এখন থেকে হাওরের
মাছ ধরতে বা খেতে বাধা নেই।
গত ১৯ এপ্রিল থেকে হাওরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা
দেওয়া হয়েছিল। ছয় দিনের মাথায় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো।
শেখ রফিকুল ইসলাম বলেন, সব হাওরে নিষেধাজ্ঞা ছিল না। যেসব হাওরে বা নদীতে পানিদূষণ হয়েছে এবং মাছ
মরে ভেসে উঠছে, সেগুলো না খাওয়ার জন্য বলা হয়েছিল। এখন আর এতে বাধা নেই।