স্টাফ রিপোর্ট:দক্ষিণ সুরমার শিববাড়ীতে সন্দেহভাজন জঙ্গি আস্তানা আতিয়া ভবনে
সেনাবাহিনীর অভিযানে চারজন নিহত হয়েছে। এদের একজন নারী এবং তিন জন পুরুষ।
নিহতদের মধ্যে দুই জনের মরদেহ উদ্ধার করে পুলিশে দেয়া হয়েছে আর দুই জনের
মরদেহ এখনও ভেতরে পরে আছে।
শনিবার সকাল থেকে শুরু হওয়া সেনাবাহিনীর অভিযান টোয়াইলাইট শুরু হওয়ার
তৃতীয় দিনের সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে সামরিক গোয়েন্দা পরিদপ্তরের
পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান এ কথা জানান।
তিনি জানান, আতিয়া মহলের ভেতরে এখনও বিপুল পরিমাণ বিস্ফোরক আছে। এ কারণে ভবনটি বিপজ্জনক অবস্থায় আছে। আর তাদের অভিযান শেষ হয়নি।
এই অভিযানকে ঘিরে গত শুক্রবার থেকে সারা দেশের দৃষ্টি ছিল সিলেটের এই অঞ্চলকে ঘিরে। এই আস্তানায় জঙ্গিবিরোধী অভিযান শুরুর পর জঙ্গিরাও যে মরিয়া লড়াই করেছে, সেটা এখন পর্যন্ত কোথাও দেখা যায়নি। তাদের এই মরিয়া আচরণের কারণে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ধারণা করছেন, সেখানে বড় কোনো জঙ্গি থাকতে পারে। তবে এখন পর্যন্ত নিহত কারও পরিচয় জানা যায়নি।
এই অভিযানকে ঘিরে গত শুক্রবার থেকে সারা দেশের দৃষ্টি ছিল সিলেটের এই অঞ্চলকে ঘিরে। এই আস্তানায় জঙ্গিবিরোধী অভিযান শুরুর পর জঙ্গিরাও যে মরিয়া লড়াই করেছে, সেটা এখন পর্যন্ত কোথাও দেখা যায়নি। তাদের এই মরিয়া আচরণের কারণে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ধারণা করছেন, সেখানে বড় কোনো জঙ্গি থাকতে পারে। তবে এখন পর্যন্ত নিহত কারও পরিচয় জানা যায়নি।