মঙ্গলবার বিকেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়াম প্রাঙ্গণে এ উৎসবের উদ্বোধন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম শাহী আলম।
বিশ্ববিদ্যলয় চলচ্চিত্র সংসদের সদস্য সোহেল রানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোনায়েম আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড.মতিয়ার রহমান হাওলাদার, রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব, প্রক্টর প্রফেসর ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, অর্থ শাখার পরিচালক অধ্যাপক জীবন কৃষ্ণ সাহা, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমেদ মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তসহ সিলেটের চলচ্চিত্র অঙ্গনের ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গত একমাসে ৬৬টি দেশের ২০৫৫ টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়েছে আয়োজকদের কাছে। এর মধ্যে বাছাইকৃত ৭০টি স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। উৎসবের বিচারকার্য করছেন চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, মুক্তাদির ইবনে সালাম ও ইশতিয়াক জিকো
তিন দিনব্যাপী উৎসবে সিলেটসহ দেশের চলচ্চিত্রপ্রেমীদের অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।