
আজ ট্রেন যোগে দিনাজপুরের
স্বপ্নপুরীতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে রাত ৮টার দিকে ঢাকা বিমানবন্দর স্টেশনের
নিকট ট্রেনেই হৃদযোগে আক্রান্ত হন।
জানা গেছে, ট্রেনেই মিজু আহমেদের হার্ট
অ্যাটাক হয়। এসময় ট্রেনে কর্তব্যরত চিকিৎসক তার পালস পরীক্ষা করে তার হার্টবিট
পাননি।
মিজু আহমেদের জন্ম ১৯৫৩ সালের ১৭
নভেম্বর কুষ্টিয়ায়। স্ত্রী পারভীন আহমেদ, দুই মেয়ে কেয়া ও মৌ এবং ছেলে
হারশাতকে নিয়ে ছিল তার পরিবার।
১৯৭৮ সালে কৃষ্ণা ছবির মাধ্যমে
চলচ্চিত্রে নাম লেখান মিজু আহমেদ। এ পর্যন্ত ৮০০ এর অধিক ছবিতে অভিনয় করেছেন। তার
অভিনীত উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে তৃষ্ণা, চাকর, ত্যাগ, বশিরা, হাঙর নদী গ্রেনেড, কুলি, লাঠি, কষ্ট, ইতিহাস ও ক্রাইম রোড। তৃষ্ণা
ছবিতে অভিনয়ের জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার
লাভ করেন।