
সোমবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত মাহফুজুর রহমানের (চট্টগ্রাম-৩) এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে বিকেল ৪টা ৫০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘বিটিআরসির বাস বহরে মোট এক হাজার ৫৩৮টি বাস রয়েছে। এরমধ্যে ৯৯৪টি বাস চলার উপযোগী।’
দিলারা জামানের (মহিলা আসন-২০) এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সারাদেশে নিবন্ধিত যানবাহনের সংখ্যা ২৮ লাখ ৯৫ হাজার ৬৬৫টি। এরমধ্যে মোটরসাইকেলের সংখ্যা ১৭ লাখ ২৬ হাজার ৯৯৪টি।’
১০ বছরের অধিক সময় ধরে ফিটনেসবিহীন যানবাহনের রেজিস্ট্রেশন স্থগিতের কার্যক্রম চলমান আছে বলেও জানান ওবায়দুল কাদের।
বেগম ওয়াসিকা আয়শা খানের (মহিলা আসন-৩১) এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উপআঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে যাত্রী ও পণ্যবাহী এবং ব্যক্তিগত যান চলাচলের জন্য ২০১৫ সালের ১৫ জুন ভুটানের রাজধানী থিম্পুতে একটি চুক্তি সাক্ষরিত হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ, ভারত ও নেপাল চুক্তিটি অনুসমর্থন করেছে।
এ সময় ভুটানও শিগগিরই চুক্তিটি অনুসমর্থন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে ভারতের সঙ্গে ৪টি রুটের মাধ্যমে মোটরযান চলাচল করছে।
নাজমুল হক প্রধানের (পঞ্চগড়-১) এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেতু বিভাগের মাধ্যমে কয়েকটি নতুন সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তবে সেতুগুলি বৃহৎ হওয়ায় অর্থায়ন নিশ্চিতসহ এ সেতুগুলি নির্মাণে কয়েক বছর সময় লাগতে পারে।
এ সময় পাটুরিয়া-গোয়ালন্দ অবস্থানে পদ্মা নদীর উপর দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করার সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।