সিলেট সরকারী কলেজের ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম রেবের হাতে আটক
স্টাফ রিপোর্টার হান্না চৌধুরী: সিলেট জেলা
ছাত্রলীগের সাবেক সিনিয়র সদস্য ও সিলেট সরকারী কলেজের ছাত্রলীগ নেতা নাজমুল
ইসলাম(২৯) রেবের হাতে আটক । সিলেট সরকারী কলেজ থেকে তার নিজ বাসায় মটর বাইক করে ফেরার পথে মেজরটিলা রেব অফিসের
সামনে থাকে আটক করা হয় । খবর পাওয়ার পর সিলেট জেলা ছাত্রলীগের উদ্দ্যেগে তার মুক্তির জন্য সিলেট সরকারী কলেজ
থেকে একটি মিছিল বের বের করে ।