আজকাল রিপোর্ট : সিলেটে ২দিনব্যাপী রোটারী আন্তর্জাতিক ৪র্থ জেলা সম্মেলন গতকাল শনিবার সকাল ৯টায় সিলেট আমানউল্লাহ কনভেনশন হল সেন্টারে সমাপনি অনুষ্টান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ইন্টারন্যাশনাল
প্রেসিডেন্ট এর বিশেষ প্রতিনিধি দিল্লী
থেকে আগত রোটারিয়ান রমেশ চন্দর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রোটারী
সম্মেলনের মাধ্যমে রোটারিয়ানদের
মধ্যে যে ভ্রাতৃত্ববোধের সৃষ্টি হয়েছে তা কাজে লাগিয়ে দেশ ও মানবতার সেবায় কাজ করতে হবে। বিশ্বের বুকে রোটারিয়ানরা অবহেলিত
জনগণের কল্যাণার্থে নানা সমাজসেবামূলক
কর্মকান্ড করে যাচ্ছে। মানুষ যে স্বপ্নের চেয়েও
অনেক বড় তা রোটারিয়ানরা তাদের প্রতিটি পদচারনায় প্রমাণ করছে। আমাদেরকে রোটারিয়ানদের মতোই নিবেদিত হয়ে কাজ করতে হবে।
এছাড়া সম্মেলনে জলবায়ু দূষণ প্রতিরোধে রোটারিয়ানদের ভূমিকা বিষয়ে মূলবক্তব্য প্রদান করেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি-এর প্রধান নির্বাহী এডভোকেট সৈয়দ রেজওয়ানা হাসান, যুবকদের চ্যালেঞ্জিং বিষয় ও পথনিদের্শন শীর্ষক বক্তব্য রাখেন প্রফেসর কামাল আহমদ চৌধুরী।
আরও বক্তব্য
রাখেন ডিস্ট্রিক্ট ট্রেইনার পিডিজি রোটারিয়ান ড. মঞ্জুরুল হক
চৌধুরী,
পিডিজি
রোটারিয়ান এম. আমিনুজ্জামান ভুইয়া, পি.পি. রোটারিয়ান শাহ মো: আলমগীর খান, রোটারিয়ান এঞ্জেলস লাওয়ারেন্স
মার্টিন, পি.পি. রোটারিয়ান তামাল কুমার
ঘোষ, পি.পি.
রোটারিয়ান লুৎফুর বারী চৌধুরী, পি.পি. রোটারিয়ান আলী
আজম চৌধুরী তমাল, রোটারিয়ান শাহ জুনায়েদ আলী, পিডিজি
রোটারিয়ান এম. এ আহাদ, পিডিজি
রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল লতিফ, পিডিজি রোটারিয়ান মোহাম্মদ আব্দুল আউয়াল, পি.পি.
রোটারিয়ান আবু ফয়েজ খান চৌধুরী, পি.পি. রোটারিয়ান
সৈয়দ সুজাত আলী, পি.পি. রোটারিয়ান মিজ্জিল মমতাজ, পি.পি. রোটারিয়ান সাঈদ আবু দাউদ, পি.পি.
রোটারিয়ান মাসুদুর রহমান, পি.পি. রোটারিয়ান
আমানুল¬াহ বাহার, রোটারিয়ান পিডিজি ডা. মীর আনিসুজ্জামান,
পি.ডি.জি
রোটারিয়ান
ডা. মঈনুল ইসলাম মাহমুদ, পি.পি. রোটারিয়ান মো: জালাল উদ্দিন শোয়াইব, পি.পি. রোটারিয়ান ডা. বেলাল উদ্দিন আহমদ,
ডিস্ট্রিক্ট
ফাস্ট লেডি রোটারিয়ান নুসরাত জাহান চৌধুরী,
ডিজিএন
রোটারিয়ান দীলনাশিন মোহসিন, মিসেস রমেশ চন্দর, এবি,
ক্লাব
ভিত্তিক উপস্থিত রিপোর্ট পেশ করেন সম্মেলন সেক্রেটারী
পি.পি. রোটারিয়ান আহমেদ রেজাউল করিম জুবায়ের, সম্মেলন
প্রস্তুতি কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন কমিটির
আহবায়ক রোটারিয়ান নীরেশ চন্দ্র দাশ।
সম্মেলনে ২০১৪-১৫ ও ২০১৫-১৬ বর্ষের আর্থিক প্রতিবেদন পেশ করেন পিডিজি রোটারিয়ান ড. এম এ লতিফ, ২০১৫-১৬
বর্ষের আর্থিক প্রতিবেদন পেশ করেন আইপিডিজি
রোটারিয়ান এবিএম ওয়াদুদ উল¬াহ ও সম্মেলনের সমাপনী বক্তব্য রাখেন রোটারি জেলা ৩২৮২-এর জেলা গভর্ণর রোটারিয়ান শহীদ আহমদ চৌধুরী।
অনুষ্ঠান শেষে ধন্যবাদ বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট
সেক্রেটারী রোটারিয়ান পি.পি. মাহবুব
সোবহানী চৌধুরী। সম্মেলনে র্যাফেল ড্র কার্যক্রম পরিচালনা করেন রোটারিয়ান রুহেলা খানম চৌধুরী ও রোটারিয়ান ইয়াকুতুল গনি
ওসমানী।