আজকাল রিপোর্ট : কোম্পানীগঞ্জ থানার
ওসি বায়েছ আলম জানান, সোমবার
রাতে গোপন সংবাদের ভিত্তিতে
বর্নি কান্দিবাড়ি এলাকা থেকে এসআই আমিনুর
রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে রোকেয়াকে আটক করা হয়। এ সময় তাকে বহনকারী
অটোরিক্সা থেকে তল্লাশি চালিয়ে ৪শ’ পিস
ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গত মঙ্গলবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আটক রোকেয়ার বাড়ি উপজেলার টুকেরগাঁও গ্রামে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। মামলা নং-৫, তারিখ ৯/১/২০১৭ইং। মামলায় পলাতক মাদক স¤্রাট মন্নাছ (৩৫) কেও আসামী করা হয়েছে। মন্নাছ ইসলামপুর গ্রামের আলী মিয়ার পুত্র।
এ ঘটনায় গত মঙ্গলবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আটক রোকেয়ার বাড়ি উপজেলার টুকেরগাঁও গ্রামে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। মামলা নং-৫, তারিখ ৯/১/২০১৭ইং। মামলায় পলাতক মাদক স¤্রাট মন্নাছ (৩৫) কেও আসামী করা হয়েছে। মন্নাছ ইসলামপুর গ্রামের আলী মিয়ার পুত্র।