
ছাত্রীর আত্মচিৎকারে আশপাশ থেকে লোকজন এগিয়ে এসে বখাটে নিজাম উদ্দিনকে আটক করে ইউপি সদস্যা নাজমা বেগমের বাড়ীতে নিয়ে একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন। বখাটের হাতে শিক্ষার্থী উত্যক্তের স্বীকার এর খবর পেয়ে দূর্গাপুর স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা সেখানে জড়ো হয়ে ছাত্রী উত্যক্তকারী নিজামের শাস্তির দাবীতে মিছিল স্লোগান শুরু করে। একপর্যায়ে কানাইঘাট থানার এস.আই ফারুক আহমদ ঘটনাস্থলে গিয়ে নিজাম উদ্দিনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ১ম শ্রেণির ম্যাজিষ্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়ার কার্যালয়ে বখাটে নিজাম উদ্দিনকে গতকাল মঙ্গলবার হাজির করা হলে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ছাত্রীর বাবা ইছরাক আলী জানিয়েছেন, প্রায়ই তার মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে নিজাম উদ্দিন উত্যক্ত করত। তাই বখাটে নিজামের কঠিন শাস্তির দাবি জানান তিনি।