
বিছনাকান্দির বহু রূপ.একেক ঋতুতে বিছনাকান্দির
ভিন্ন রূপ দেখতে পাওয়া যায়.শীত কালে শীতল কুয়াশাচ্ছন্ন আর বর্ষাকালে সবুজ পাহাড় আর
ঝর্ণা দেখা যায়।
এখন বছর জুড়েই বিছনাকান্দি পর্যটকদের পদাচরণায়
মুখরিত থাকে.দেশের বিভিন্ন প্রান্ত পর্যটকেরা ছুটে আসছেন বিছনাকান্দির স্বচ্ছ পানি
আর পাহাড় পর্বতের লুকোচুরি দেখতে.আপনাকে নৌকায় চড়ে বিছনাকান্দির মূল আকর্ষণ দুটি পাহাড়ের
কেন্দ্র বিন্দু স্থল যার মাঝ দিয়ে পিয়াইন নদী বয়ে গেছে এইখানে যেতে হবে.ঘন্টা খানেক
ইঞ্জিন নৌকায় চড়ে আপনি পৌঁছাতে পারবেন মূল আকর্ষণ স্থলে.এইখানে খাবার বেবস্থা আছে তবে
খাবার সাথে নিয়ে যাওয়াই ভালো.বন্ধুবান্ধব কিংবা পরিবার নিয়ে বিছনাকান্দি ভ্রমণে যেতে
পারেন।
তবে যারা বিছনাকান্দিকে জাফলং এর সাথে তুলনা
করছেন তারা হয়তো প্রকৃতির আরেক সুন্দর নিদর্শন পাহাড়ি নদী ও বহু পাহাড়ের সমাগম স্থল
কে ভিন্ন দৃষ্টিতে দেখছেন.প্রকৃতি প্রেমীদের জন্য বিছনাকান্দি হতে পারে উপযুক্ত ভ্রমণের স্থান।