সিলেটের
ব্যতিক্রমধর্মী সামাজিক সংগঠন 'ইউনিটি সোশ্যাল অর্গানাইজেশন-ইউএসও'র সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম 'উপদেষ্টা পরিষদ ' ঘোষণা করা হবে বিজয়ের মাস ডিসেম্বরে। সামাজিক,রাজনৈতিক,শিক্ষাবিদ ও অন্যান্য প্রিয় মুখ নিয়ে গঠন করা হবে ইউএসও উপদেষ্টা
পরিষদ। এমনটাই জানিয়েছেন ইউএসও'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও Bangabandhu Scholarship প্রাপ্ত সিলেটের একমাত্র ছাত্র মো: জুনেদুর রহমান। ইতিমধ্যে,রক্তদান ও সংগ্রহ সহ বিভিন্ন
সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে ইউএসও। উল্লেখ্য,গত ১৫ ই অক্টোবর নজরুল
একাডেমীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিষেক অনুষ্টানের মাধ্যমে আনুষ্ঠানিক সফল যাত্রা শুরু করে ইউএসও। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ ইউএসও'র কার্যক্রম,লক্ষ্য ও উদ্দেশ্য জেনে ইউএসও কে সিলেটের প্রথম সারির সংগঠন হিসেবে অভিহিত করেন এবং
সবসময় এর পাশে থাকার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানের প্রধান অতিথি,সর্বজনপ্রিয় নন্দিত ছাত্রনেতা রোটারিয়ান রাহাত তরফদার আগামী এক বছর ইউএসও কে তার সংগঠন 'রোটারী ক্লাব অব সিলেট রয়েলস' এর পক্ষ থেকে ব্যানার শেয়ারের ঘোষণা দেন। তাই,সামাজিক কর্মকান্ডের এ কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে শীঘ্রই সর্বোচ্চ নীতি
নির্ধারণী ফোরাম 'উপদেষ্টা
পরিষদ' ঘোষণা করছে ইউএসও।