
হারুনুর রশীদ মোটর সাইকেলযোগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ সুরমা থেকে বাসার উদ্দ্যেশে ফিরছিলেন। পথে দক্ষিণ সুরমা ফিলিং স্টেশনের সম্মুখে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে হারুনুর রশীদ গুরুতর আহত হন।
এ অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হারুনুর রশীদের গ্রামের বাড়ী মৌলভীবাজারের আদমপুর উত্তরভাগ গ্রামে। বর্তমানে সিলেট নগরীর হাতিমবাগ শিবগঞ্জে বসবাস করেন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের প্রশাসনিক পরীক্ষা নিয়ন্ত্রক বিভাগে কর্মরত ছিলেন।