
মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট মহানগর
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। তিনি বলেন মিসবাহ উদ্দিনের
হত্যাকারীরা যে দলের বা গোএের হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। সন্ত্রাসী
যে সমাজের হোক তার আসল পরিচয় সে সন্ত্রাসী,এ-ধরনের সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন
করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সন্ত্রাসীদের বিরুদ্ধে সব সময় সোচ্ছার। আমি মহানগর আওয়ামীলীগের পক্ষ থেকে
মিসবাহ উদ্দিনের হত্যাকারীদের ফাঁসির দাবি জানাই।
তাহার শোকাহত পরিবারের প্রতি গভীর
সমবেদনা জানাই। এছাড়া আরো বক্তব্য রাখেন মিসবাহ উদ্দিনের মাতা, নানা ও
স্কলার্সহোম কলেজের শিক্ষক বৃন্দ। গত ২৬ নভেম্বর রাত ৮ঘটিকায় জিন্দাবাজার কাস্টমস
অফিসের সামনে মিসবাহ উদ্দিনকে নির্মম ভাবে হত্যা করে খুনি বন্ধু কবির সহ
অন্যান্যরা।