রূপক চন্দ্র দাস:সিলেট ৪আসনের বার বার নির্বাচিত সংসদ
সদস্য।ডাক,টেলিযোগাযোগ, তত্ত্ব ও
প্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি জননেতা জনাব ইমরান আহমদ
এমপি মহোদয় আজ কোম্পানীগঞ্জ উপজেলায় পাঁচটি বীর নিবাস উদ্বোধন করেন...। আজ ২৪শে নভেম্বর ২০১৬ সকাল ১০:৩০ এ কোম্পানীগঞ্জ উপজেলার ৬ নং ওয়ার্ড এর দরাকুল
গ্রামে বীর মুক্তিযোদ্ধা সুরুজ আলীর বাড়ী প্রথমে উদ্ভোধন করেন। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন যে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার
অঙগীকার অনুযায়ী দেশের সকল মুক্তিযোদ্ধাদের পাকা বাড়ী তৈরী করে দেওয়া হচ্ছে। তিনি দরাকুল গ্রামের প্রায় দেড় কিলোমিটার যায়গা পাকাকরনের অঙগীকার করেন। পরবর্তীতে কোম্পানীগঞ্জ উপজেলার আরো ৪টি বীরনিবাস উদ্ভোধন করেন এবং বিকালে
কোম্পানীগঞ্জ উপজেলায় একটি পলিটেকনিকাল কলেজ স্থাপন করার জন্য যায়গা নির্ধারণ করা
হয়। এর আগে এম.পি মহোদয়কে কে সালুটিকর থেকে দরাকুল গ্রাম ও
দরাকুল থেকে কোম্পানীগঞ্জ অবধি বাংলাদেশ ছাত্রলীগ কোম্পানীগঞ্জ উপজেলা শাখা এক বিশাল
মোটরবাইক শোভাযাত্রা দেয়। উক্ত অনুস্টানে
আরও উপস্তিত ছিল েন.....
বাংলাদেশ আওয়ামীলীগ
কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ন সম্পাদক জয়নাল আবেদিন, মুক্তিযোদ্ধা কমান্ডার উপজেলা শাখার সভাপতি আব্দুর নূর,
উপজেলা নির্বাহী অফিসার মাসুম বিল্লাহ,
ওসি বায়েস আলম, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি আব্দুল হাসিম, সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র দাশ, ৬নং ইউনিয়ন এর চেয়ারম্যান রুকন উদ্দিন,সোনা মিয়া, হাজী মাসুক আহমেদ, সয়ফুল মিয়া, খলিল মিয়া,আব্দুল্লাহ, যুবলীগ সভাপতি সুবোধ রঞ্জন দাশ বুলি, যুবলীগ নেতা শাহীন, সোহেল, এখলাস, ফয়সল,
আজিজ, জেলা ছাত্রলীগ এর সাবেক সদস্য রিয়াজুল ইসলাম,সহ আরো অনেকেই ৬নং দক্ষিন রনিখাই ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি
সাচ্ছা মিয়া মোস্তাকিম, সহ সভাপতি এখলাসুর রহমান, সাধারণ সম্পাদক দিলোয়ার মিয়া, সাংগঠনিক সম্পাদক রুপক চন্দ্র দাশ, সহ সম্পাদক রুমেল হোসাইন,জাহেদ, কয়েস,হাসান, স্বাধীন,জিকরুল, মোস্তাকিম,সুজিত, আব্দুল্লাহ, জুনেদ,
সিপন,লুকেস,কৃষঞ,গকুল, প্রমুখ।