
বিনোদন ডেস্ক: ভারত-পাকিস্তান মানেই সাপে-নেউলে
সম্পর্ক৷ তা সে ক্রিকেটের মাঠেই হোক
কিংবা রাজনীতিতে৷ গোটা বিশ্বের দরবারে এই দুটি দেশ একে অপরের ‘শক্রু’
বলেই
পরিচিত৷
অস্ট্রেলিয়া আর পাকিস্তান ম্যাচ চলাকালীন সময় পাকিস্থানের জার্সিতে ধোনির নাম লেখা এমন ঘটনা
ঘটেছে। এই সমর্থককে দেখামাত্রই
তাঁর ছবি তোলার হিড়িক লেগে যায়৷ পরে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে
সেই ছবি ভাইরাল হয়ে যায়।
কিন্তু এখনও কিছু মানুষ আছেন যাঁরা রাজনীতির উর্ধ্বে সবকিছুকে বিচার করেন৷ তাই ভারতের মাটিতে আফ্রিদির জার্সি গায়ে সাধারণ কোনও ক্রিকেট ম্যাচ খেলতে দেখা যায় পাক তারকার ভক্তকে৷
আবার পাকিস্তানের মাটিতে বিরাট কোহলির জার্সি গায়ে ঘুরতে
দেখা যায় কোনও ক্রিকেট প্রেমীকে৷
এবার অস্ট্রেলিয়াতেও দেখা গেল এমনই এক ঘটনা৷ দেখলে নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারবেন না৷ ধোনি ভক্ত পাক সমর্থককে খুঁজে পাওয়া গেল এখানে৷
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এমন ঘটনার সাক্ষী থাকল কয়েক হাজার ক্রিকেট সমর্থক। পাকিস্তানের জার্সির আদলে তৈরি টি-শার্টে ধোনি ৭ নম্বর পরে খেলা দেখতে এসেছেন এক পাক সমর্থক! এমন ঘটনা নিশ্চয় মানুষের মনে কৌতুহল জাগায়।
এবার অস্ট্রেলিয়াতেও দেখা গেল এমনই এক ঘটনা৷ দেখলে নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারবেন না৷ ধোনি ভক্ত পাক সমর্থককে খুঁজে পাওয়া গেল এখানে৷
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এমন ঘটনার সাক্ষী থাকল কয়েক হাজার ক্রিকেট সমর্থক। পাকিস্তানের জার্সির আদলে তৈরি টি-শার্টে ধোনি ৭ নম্বর পরে খেলা দেখতে এসেছেন এক পাক সমর্থক! এমন ঘটনা নিশ্চয় মানুষের মনে কৌতুহল জাগায়।